FROM FEARS TO THE LAND OF FEARLESSNESS -GIVE ME A REBIRTH [ ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে ]
FROM FEARS TO THE LAND OF FEARLESSNESS
-GIVE ME A REBIRTH
[ ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে ]
[Bhoy hote tabo aboy majhare- natun janam dao he]
*********************
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে ॥১
দীনতা হতে অক্ষয় ধনে,
সংশয় হতে সত্যসদনে,
জড়তা হতে নবীন জীবনে
নূতন জনম দাও হে ॥ ২
আমার ইচ্ছা হইতে, প্রভু,
তোমার ইচ্ছামাঝে--
আমার স্বার্থ হইতে, প্রভু,
তব মঙ্গলকাজে--
অনেক হইতে একের ডোরে,
সুখদুখ হতে শান্তিক্রোড়ে--
আমা হতে, নাথ, তোমাতে মোরে
নূতন জনম দাও হে ॥৩
Comments
Post a Comment