SEASLESS BIRTHS AND DEATHS ARE THOU ENDLESS KINDNESS-[করুণা তব অবিশ্রাম জনমে মরণে ]
CEASLESS BIRTHS AND DEATHS
ARE THOU ENDLESS KINDNESS !
[করুণা তব অবিশ্রাম জনমে মরণে ]
[ Anandaloke Mangalaloke ]
আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ
সত্যসুন্দর ॥ ১
মহিমা তব উদ্ভাসিত
মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ
বেষ্টিত চরণে ॥
আনন্দলোকে..............২
গ্রহতারক চন্দ্রতপন
ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান,
অক্ষয় কিরণে ॥
আনন্দলোকে.........৩
ধরণী'পর ঝরে নির্ঝর,
মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতগন্ধ-
সুন্দর-বরনে ॥
আনন্দলোকে.............৪
বহে জীবন রজনীদিন
চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম
জনমে মরণে ॥
আনন্দলোকে.........,........৫
স্নেহ প্রেম দয়া ভক্তি
কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ
সন্তাপহরণে ॥
আনন্দলোকে...................৬
.
জগতে তব কী মহোৎসব,
বন্দন করে বিশ্ব,
শ্রীসম্পদ ভূমাস্পদ
নির্ভয়শরণে ॥
আনন্দলোকে..................৭
............................................................................................
Sung by -REZWANA CHOUDHURY BANNYA [Good visuals- Concert]
................................................................................................................................................
ঋকবেদের ১০ম মণ্ডলের নম্বর সূক্ত :-
ঋকবেদের ১০ম মণ্ডলের নম্বর সূক্ত :-
" সং গচ্ছধ্বং সং বদধ্বং
সং বো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথা পূর্বে
সঞ্জানানা উপাসতে ।। ১
সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং মনঃ
সহ চিত্তমেষাম্ ।
সমানং মন্ত্রমভিমন্ত্রয়ে বঃ সমানেন বো
হাবিষা জুহোমি ।। ২
সমানী ব আকূ্তিঃ সমানা হৃদয়ানি বঃ ।
সমানমস্ত্ত বো মনো যথা বঃ সুসহাসতি ।।৩
******************
[ রবীন্দ্রনাথ ঠাকুর ঋগ্বেদ এর এই শ্লোকটির সুর থেকে এই গানটি করেছিলেন
আর তাতে পশ্চিমা সুরের মিলনে এক অভূতপূর্ব জিনিস সৃষ্টি হয়েছে।
.......................................................................
Sangacchadwang - The vedic song fused with
Anandaloke Mangalaloke - Rabindra Sangeet
Sung by- [KHEYAL CONCERT CLUB]
Comments
Post a Comment